Phrase and Word
Phrase and
Words
1. Be born
যখন কোন ব্যক্তি বা জন্তু তাদের মায়ের দেহ থেকে বা ডিম থেকে জন্ম
গ্রহণ করে তখন Be
born ব্যবহৃত
হয়।
Structure : Sub
+ be born
Examples:
a. Fifty lambs were born this
spring.
b. My father ....... in
1952. was born.
2. Have to/ has to/have got
to/has got to/ had to
কোন ব্যক্তিকে কোন কিছু করতে হবে বুঝালে have
to/hast to ……….ব্যবহৃত হয় |
Structure : Sub
+ have to/ has to .................. + main verb 43 base form.
Examples:
- I have to go or I have got to
go.
- We ......... live in the
society. (= have to]
- He had to work hard. (তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল)
| Completing Sentence With
Suitable Phrase |
3. Be to
কারো কোন কিছু করা উচিত বা করতে হবে বুঝাতে Be
to …… ব্যবহৃত হয় |
Structure : Sub
+ be to ............... + main verb 43 base form.
Examples:
- You .... sit in the
comer and keep quiet. (= are to)
Their mother said that they
were not to (= not allowed) play near the pond.
- There is no money left, what
are we .........?[to do]
Note : Be
to is used to show that something will happen in the future. (ভবিষ্যতে কোন কিছু ঘটবে বুঝাতে be to ব্যবহৃত হয়।
Example : We......
visit London in the spring. (= are to]
4.
Would rather
কেহ কোন কিছুকে অন্য কিছু থেকে পেতে বা করতে অধিকতর পছন্দ করলে would
rather ব্যবহার
করেত হয়।
Structure 1:
Sub + would rather + verb base form + than + verb 4 base form
Examples:
a. I would rather starve
than beg.
b. 1....... die than surrender.
(= would rather )
Structure -2: Sub
+ would rather + verb base form + ১ম noun / noun phrase + than +২য় noun
/ noun phrase
Examples:
a. I..... buy a book than a
shirt ( = would rather)
5. Had better
Had better is used to give
advice. উপদেশ
দিতে had
better ব্যবহৃত হয়।
Structure-1: Sub
+ had better + main verb এর base
form .......
Structure -2: Sub
+ had better (not) + main verb এর base
form .......
Examples:
a. It is raining. You .....
carry an umbrella. (= had better)
b. You had better not go
without an umbrella.
6.
Let alone
Let alone এর অর্থ হলো দূরের কথা। যে যেহেতু কোন ব্যক্তির
পক্ষে কোন সহজ কাজ করা সম্ভব নয় সেহেতু তার নিকট কোন কঠিন কাজ প্রত্যাশা করা যায় না।
Structure-1 : Sub
+ Negative verb + ... + Let alone + noun/ noun phrase.
Examples:
a. You cannot get D grade let
alone A grade.
b. He cannot swim a
kilometer........... ten kilometers. (= let alone)
Structure -2 : Sub
+ Negative verb + Let alone + verb ....
Examples:
a. The old man cannot
walk let alone run.
b. The girl cannot
sing........... dance. [= let alone)
7.
What if
What if এর অর্থ হলো তাহলে কি হবে। ভবিষ্যতে কোন খারাপ
কিছু ঘটতে পারে বুঝতে What
if ব্যবহৃত
হয়। বাক্যের শেষে “ ? ” বসে ।
Examples:
a. What
if the train is late?
b. ........
you do not pass the exam ? (what if)
c. .......
it does not rain today? (what if )
8. As if/ As though
আমরা কোন কিছু সম্ভব বিশ্বাস করি না বুঝাতে as
if/as though ব্যবহার করি।
Structure 1:- Sub
+ Present simple + as if/as though + sub + past simple.
Structure 2:- Sub
+ Past simple + as if/as though + sub + pas perfect.
Note: As if /
as though এর
পর be
verb এর past form ‘were’হয় ।
Example:
a. He
orders me as if/as though I were his servant.
b. He
talks ….. he knew everything.(as if )
c. He
behaved …. he had known everything.(as if)
9. As soon as
As soon as এর অর্থ হলো খুব সংক্ষিপ্ত সময়ের পর
Structure: As soon as + sub + verb… + sub + verb….
Example:a. As soon as he got
the news, he left the place.
b. ….. he entered the
class, everybody become silent. (As soon as)
10. What is …. like ?
তোমার নিকট কোন ব্যক্তি বা জিনিসের বর্ণনা করার জন্য কাউকে জিজ্ঞাসা
করতে What
is … like? ব্যবহৃত হয়।
Structure : What is he/she/the girl/the
weather like?
Example:
a. What is the book
like? বইটি
কেমন?
b. …..the weather
…..?[What is the weather like?] (আবহাওয়া কেমন)
c. ….the
man……?[What is the man like?] (লোকটি কেমন)
Note: This structure is used
to ask question about the quality of somebody/something
11. What does….look like?
কোন ব্যক্তির/বস্তুর দৈহিক চেহারা সম্পর্কে প্রশ্ন করার জন্য এই structure ব্যবহৃত হয়।
Structure: What does he/she
look like?
Example:
a. What does the girl
look like? (বালিকা
দেখতে কেমন)
b. ……the man …….? [What
does the man look like] (লোকটি দেখতে কেমন)
c. What does the
forest look like? (বনটি
দেখতে কেমন)
12. Introductory ‘It’
It আপাতকালীন এবং ক্ষণস্থায়ী subject হিসাবে be verb এর পৃর্বে বসে ।
Example:
a. It is easy to find
fault. (To find fault is easy)
b. ……… is doubtful
whether he will come.[It]
13. Introductory ‘There’
কর্তা হিসেবে ‘There’ be,
seem, appear, occur, happen, live ইত্যাদি verb এর পৃর্বে বসে ।
Structure -1: There + be + noun ……(কোথায় কোন ব্যক্তি বা বস্তুর অবস্থান বুঝাতে এই structure ব্যবহৃত হয়।
Example:
a. There is a book on
the table.
b. ……… are twenty
students in our class. [ There]
Structure -2: There + seem/appear + to
be + noun …….
Examples:
a. There seemed to be
some difficulty in fixing the date for the meeting.
b. …….. seemed to be no
doubt about it . [ There]
c. Structure-3: There
+ remained + noun. .. (অবশ্ষ্টি থাকা বুঝাতে)
Examples:
a. There
remained the problem of finance
b. .... remained two
eggs in the fridge. (=There)
Structure -4: There + live +
noun (person) (কোন ব্যক্তির কোথায় বাস করা অর্থ বুঝাতে)
Examples:
a. There lived an old man in our village.
b. Long ago....... lived a mighty
warrior named Kubla Khan. (=there)
Structure -5: There + happen / occur + noun (accident)..... (কোথায়
কোন দু্র্ঘটনা ঘটতে বুঝাতে)
Examples:
a. ....... happened /occurred a
terrible accident in Dhaka. (There]
14.
Lest Lest
Lest শব্দটি
‘এই ভয়ে যে ‘ প্রকাশ করতে ব্যবহৃত হয়। এই conjuction দ্বারা যে clause টি
গঠন করা হয় তাকে Sub-ordinate clause বলা
হয়।
প্রথম clause বা Principal clause এর subject এবং lest দ্বারা গঠিত clause এর subject একই হবে। lest এর পর should/might বসে এবং এটার পর কখনো negetive শব্দ বসে না।
Structure : 1
Subject + verb ....... + Iest + subject + should/might + verb a
base form.
Structure : 2
Subject + verb. .. + lest + object হিসেবে
ব্যবহৃত subject
+ should/might + be verb এর past participle
form. (passive voice এর ক্ষেত্রে)
Examples :
i. Read attentively lest ………… (you might/should fail the exam).
ii. You should walk carefully lest………..( you should
stumble).
iii. He ran very fast lest …………. (he should/might be
caught).
Completing
sentence with suitable phrase................
15. It is high time/It is time
It is high time/It is time দ্বারা (কোন কাজ করার উপযুক্ত
সময় পার হয়েছে এবং আর দেরি করা ঠিক নয় ) বুঝায়।
এরপর একটি পূর্ণাঙ্গ clause বসে। Clause টির verb সব
সময় past
form এ থাকে এবং কোন connective word বসে
না।
এখানে মনে রাখতে হবে যে clause টির verb past form হলেও
সমগ্র sentence টির
অর্থ Present Tense এর
অর্থ প্রকাশ করে।
Structure : It is time/It is high time + subject
+ verb past form + ........
Examples:
It is high time - (you entered the hall).
It is time - -(we changed our eating habits).
16. I wish I fancy/I like/would that/oh that
I wish/fancy/l like/would that/oh that অপূর্ণ
ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
এক্ষেত্রে দ্বিতীয় clause টি "be' verb সর্বদা were হবে।
অন্যান্য Verb এর Past form হবে।
Examples:
I wish I -(were a bird).
17. No sooner ....... than, Scarcely...... when/before, Hardly
........ When
কোন কাজ হতে না হতে অন্য একটি কাজ ঘটে তা প্রকাশ
করতে উপরের Co
relatives ব্যবহৃত হয়। এক্ষেত্রে বাক্যগুলো past tense এ
থাকে।
Structure :1. No sooner .....................
+ than + ...................
2. Scarcely + had + subject + verb এর past participle ....... + when/before + subject + past
simple.
3. Hardly .... . . ........ + when + .. ............
Examples:
No sooner had they arrived at the station (than the
train left).
Scarcely had the teacher entered the class --(when/before the
students became silent).
Hardly had he got the news - — (when he left the place).
18. In spite of/despite/notwithstanding
In spite of/despite/notwithstanding এর
অর্থ হলো সত্ত্বেও।
এটা noun/noun phrase u gerund এর
পূর্বে বসে। এটা পর যে clause ব্যবহৃত
তা বিপরীত অর্থ নির্দেশ করে।
Structure
: In spite of/despite/notwithstanding +
nour/noun phrasc/gerund + বিপরীত অর্থ প্রকাশক clause.
Examples:
In
spite of his illness,..........(he attended the meeting).
Despite
his poverty. ………the tries to help the poor with money).
Notwithstanding
his being popular,…………- (he was not clected trainman).
In
spite of his having poverty,…………. - (he helped me financially).
Note
: বিপরীত অর্থ প্রকাশক Cluse বাক্যের শুরুতে বসলে in spite of, despite এবং notwithstanding এর পুর্বে (,) কমা চিহৃ বসবে না ।
বাক্যের শেষে বসলে উক্ত চিহ্ন বসে না।
He
could continue his studies ………..( in spite of his poverty).
19. On account of/ because of/due to/owing to
কারণ প্রকাশ করার জন্য On account of/ because of/due to/owing to ব্যবহৃত
হয় । এটা এর পূর্বে বসে ।
এটা দ্বারা গঠিত phrase এর পরে ফল প্রকাশক clause বসে এবং উক্ত clause এর পূর্বে কমা (,) চিহ্ন ব্যবহূত হয়।
ফল প্রকাশক clause বাক্যের শুরুতে বসলে On account of/ because of/due to owing এর
পুর্বে (,) কমা বসে না ।
Examples:
On
account of illness. - …………. (I could not attend the meeting).
I
could not attend the meeting -………….- (because of my illness).
On
account of my being ill. -………….- (I could not appear at the exam).
20. Instead of/in lieu of
কোন কিছুর পরিবর্তে বা কোন কিছু করার
পরিবর্তে' বুঝাতে Instead of/in lieu of/instead of ব্যবহৃত
হয়।
কোন কিছুর পরিবর্তে বুঝাতে এর thing/thing phrase এবং কোন কিছুর করার পরিবর্তে বুঝাতে এর noun/noun
phrase এবং
কোন কিছুর করার পরিবর্তে বুঝাতে এর
পর gerund বসে
এবং অর্থবোধক clause ব্যবহার
করে বাক্য শেষ করতে হয়।
Structure:
1
Instead
of in lieu of noun/noun phrase ........... + clause.
Or,
Clause + instead of ..........
Structure:
2
Instead
of/in lieu of + gerund ...................... + clause.
Or,
Clause + instead of .....................
Examples:
Instead
of going in Dhaka,………(he went to Feni).
He
went to Feni………(instead of going to Dhaka).
In
lieu of a book……………(I bought a pen).
I
bought a pen — (in lieu of a book).
21.
In case of
কোন কিছুর ক্ষেত্রে কোন কিছু হলে
বুঝাতে in case of ব্যবহার
করে তার পরে noun/noun phrase ব্যবহার করতে হয়। তার পর অর্থ অনুসারে ব্যবহার করে বাক্য শেষ করতে হয়।
In
case of + noun/noun phrase .... ........ + clause.
Or,
Clause + In case of .......
Examples:
In
case of rain, - -…… (we will not start our journey).
We
will not start our journey -………(in case of rain).
In
case of his failure…………(he should try again).
He
should try again……….(in case of his failure)
22.
Cannot but = না করেই পারা যায় না এমন
Structure
:
Subject
+ cannot but could not but + verb এর base form ................
Examples:
i.
I cannot but --(do the work).
ii.
He could not but — (go there).
23. Cannot help = না
করেই পারা যায় না এমন
Structure:
Subject
+ cannot help could not help + verb এর সাথে ing.......
Examples :
i.
I cannot help-………(doing the work).
ii. He could not help-………..(going there).
24. Look forward to
– আশা
করা, be/get used to- অভ্যস্ত, be/ get accustomed to - অভ্যস্ত
এগুলোর পর ব্যবহৃত verb এর সাথে ing যোগ করতে হয়।
Examples
:
i. He looks forward to……. -(receiving
his reward).
ii. He is accustomed to--…….(working
hard).
iii. He got used
to-……….(gossiping with his friends.)
25. Enough
Enough শব্দের অর্থ যথেষ্ট, Adverb হিসেবে ব্যবহার হলে এটা adjective এর পরে এবং noun হিসেবে
ব্যবহৃত হলে এটা adjective এর
পূর্বে বসে ।
Structure:
1
Subject
+ 'be' verb + adjective + enough to + verb a base form.
Structure:
2
Subject
+ 'be' verb + adjective/adverb + enough + for + indirect object + to + verb a
base form.
Structure:
3.
Subject
+ have + enough + noun + to + verb c base form.
Examples:
He
is brave enough ……..(to fight).
He
is not strong enough…………..( to carry the load).
I
have no enough money — (to buy a car).
26. Provided that/providing that/on condition that
Provided
that providing that/on condition that দ্বারা
গঠিত clause টি if এর মতো অর্থ প্রকাশ করে। পরবর্তী clause টি ফলাফল প্রকাশ করে ।
Structure
:
Provided
that/providing that/on condition that........,ফল প্রকাশক clause.
ফল প্রকাশক clause + provided..
Examples:
Provided
that the weather is fine. — (we will start our journey).
We
will start our journey provided that……….( the weather is fine).
Its best way
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url