পরিচ্ছেদ -৪

 ১. ধনী উচ্চারণ করতে যেসব প্রতঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে।

২. বাগযন্ত্র গুলো হলঃ, ফুসফুস, শ্বাসনালী স্বরযন্ত্র, জিভ,আলজিভ, তালু, মুর্ধা, দন্তমূল ও দন্ত ওষ্ঠ, নাসিকা

৩. ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে।

৪. ফুসফুস থেকে বাতাস শ্বাসনালি হবয় মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়।

৫. শ্বাসনালির উপরের অংশের নাম স্বরযন্ত্র।]

৬. মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান।

৭. মুখ গহব্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিন্ডের নাম আলজিভ।

৮. মুখ বিবরের ছাদকে বলা হয় তালু।

৯. শক্ততালু ও উপরের পার্টির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলা হয়।

১০. দাঁতের গোড়ার নাম দন্তমূল।

১১. বাক পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট।

১২. মুখ গহব্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়।


এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url